17291

05/20/2024 মুরগির শাহী কোরমা তৈরির রেসিপি

মুরগির শাহী কোরমা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৩ ১৮:১১

পোলাওয়ের সঙ্গে কোর্মা হলে জমে বেশ। সেই কোর্মায় যদি যোগ হয় শাহী স্বাদ, তাহলে তো কথাই নেই। অতিথি আপ্যায়নে কিংবা বিশেষ আয়োজনে রাখতে পারেন মুরগির শাহী কোরমা। রেসিপি জানা থাকলে এটি তৈরি করা মোটেও কঠিন নয়। চলুন তবে ঝটপট জেনে নেওয়া যাক মুরগির শাহী কোরমা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

মুরগির মাংস- দেড় কেজি, আদা বাটা- ১ চা চামচ, রসুন বাটা- আধা চা চামচ, লবণ- (স্বাদমতো), পেঁয়াজ বেরেস্তা বাটা- ১ চা চামচ, পোস্তদানা বাটা- ১ চা চামচ, বাদাম বাটা- ১ চা চামচ, কিশমিশ বাটা- আধা চা চামচ, পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ, দুধ- দেড় কাপ, তেজপাতা- ২টি, এলাচি- ৪-৫টি, দারুচিনি- ২ টুকরা, ঘি- ২ টেবিল চামচ, চিনি আধা- চা চামচ, পেঁয়াজ বেরেস্তা- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন-

প্রথমে চুলায় কড়াই দিয়ে তাতে ঘি গরম করুন। গরম হলে তাতে একে একে সব মসলা দিয়ে দিন। এবার মসলা কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে তাতে মাংস দিয়ে দিন। এবার মাংস ভালো করে কষিয়ে নিন। কষানো হলে তাতে দুধ দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ মিডিয়াম লো করে দিন। প্রয়োজনে সামান্য পানি দিতে পারেন। সেদ্ধ হয়ে গেলে চিনি ও বেরেস্তা দিয়ে নামিয়ে নিন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]