181

05/15/2024 তিন রাজ্যে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ব্যবধান কমছে

তিন রাজ্যে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ব্যবধান কমছে

আন্তর্জাতিক ডেস্ক

৬ নভেম্বর ২০২০ ১৭:১৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকটি রাজ্যের ভোট গণনা এখনো বাকি আছে। যে কারণে বৃহস্পতিবার পর্যন্ত দুই প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করা সম্ভব হয়নি।

তবে ভোট গণনা শেষ দিকে এগচ্ছে। যে চারটি রাজ্যে ভোট গণনা সক্রিয়ভাবে চলছে, তাদের বর্তমান অবস্থা কি? নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, তিনটি রাজ্যে বাইডেনে উন্নতি ঘটেছে।

আলাস্কা ও নর্থ ক্যারোলাইনার ভোট গণনার হালনাগাদ তথ্য আগামী সপ্তাহের আগে পাওয়া সম্ভব হবে না।

অ্যারিজোনা
রাজ্যটির ম্যারিকোপা ও পিমা কাউন্টিতে নতুনভাবে ভোট গণনায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৪৬ হাজার থেকে ৪৯ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

জর্জিয়া
ডোনাল্ড ট্রাম্প এই রাজ্যটিতে এগিয়ে আছেন । দিনের শুরুতে ১৮ হাজার ভোটে এগিয়ে থাকলেও এখন বাইডেনের চেয়ে মাত্র দুই হাজার ভোটে এগিয়ে তিনি।

নেভাদা
রাজ্যটিতে ভোটের ব্যবধান কমিয়ে আনার প্রত্যাশা ছিল ট্রাম্পের। কিন্তু তা আরও বাড়ছে। ব্যবধান আট হাজার থেকে বেড়ে তা ১১ হাজারে পৌঁছেছে।

পেনসিলভেনিয়া
দিনের শুরুতে এক লাখ ৬০ হাজার ভোটে এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই ব্যবধান কমে এখন ৩৭ হাজারে পৌঁছাল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]