18259

05/13/2024 মন্ত্রী তাজুলকে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির শুভেচ্ছা

মন্ত্রী তাজুলকে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারী ২০২৪ ১৩:১৫

দ্বিতীয়বারের মতো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় মো. তাজুল ইসলামকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

গতকাল রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এইচ এম শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর আলী, ঢাকা সার্কেলের সভাপতি নাজমুল হাসান, ঢাকা মহানগরের সহ অর্থ সম্পাদক সুমন আহমেদ, তথ্য ও প্রচার সম্পাদক শাহীন আলম প্রমুখ।

সাক্ষাৎকালে স্থানীয় সরকারমন্ত্রী সকল ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠিত হয়ে ডিপার্টমেন্টের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অতীতের ন্যায় আগামী দিনেও মন্ত্রী ডিপ্লোমা প্রকৌশলীদের পাশে থাকবেন বলে জানান।

১৯৫৫ সালের ৩০ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লার মনোহরগঞ্জের পোমগাঁও গ্রামে জন্মগ্রহণ করা তাজুল ইসলাম ৭ জানুয়ারির নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর নতুন সরকারের মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আগের মন্ত্রিসভাতেও একই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]