185

05/11/2024 গাজীপুরে ট্রেনের সঙ্গে ধাক্কায় ২ বাসযাত্রী নিহত

গাজীপুরে ট্রেনের সঙ্গে ধাক্কায় ২ বাসযাত্রী নিহত

জেলা সংবাদদাতা, গাজীপুর

৭ নভেম্বর ২০২০ ১৬:১২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের সঙ্গে ধাক্কায় দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চারজন।

শনিবার (০৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জয়দেবপুর-রাজশাহী রেললাইনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তবে আহতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাজুলিয়া গ্রামের আকতার সরকারের ছেলে কামরুল সরকার, নেত্রকোনা জেলার মুন্সীপুর গ্রামের সামছুল হকের ছেলে মাসুদ, কামলা কান্দা গ্রামের মোস্তফা আলীর ছেলে মানিক মিয়া, নিজামপুর গ্রামের শাহ নেওয়াজের ছেলে হারুন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

যাত্রী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জয়দেবপুর-রাজশাহী রেললাইনের ‘নীল সাগর এক্সপ্রেক্স’ ট্রেনটি রাত ৮টায় চিলহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

অন্যদিকে এনকে সিয়াম পরিবহনের যাত্রীবাহী বাসটি নেত্রকোনা থেকে শ্রমিক নিয়ে কালিয়াকৈরে আসে।

এসময় কালিয়াকৈর উপজেলার বেগুনবাড়ি এলাকায় ইটখোলার লেবার নামিয়ে দিয়ে নেত্রকোনা যাওয়ার পথে উপজেলার সোনাখালী এলাকায় সিগন্যাল পার হওয়ার সময় রেলগেট নামানো না থাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই বাসটিকে সোনাখালী থেকে ভোঙ্গাবাড়ি পর্যন্ত নিয়ে এসে ট্রেনটি থামে। এতে এক নারী ও এক পুরুষ শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ওই দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি ট্রেনলাইন থেকে সরিয়ে নেয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]