18573

05/09/2024 ঢাকায় ঘুরে ঘুরে ফেরি করে মাদক বিক্রি করে ৬ নারী

ঢাকায় ঘুরে ঘুরে ফেরি করে মাদক বিক্রি করে ৬ নারী

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারী ২০২৪ ১৭:০৬

রাজধানীর তেজগাঁওয়ে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) তেজগাঁও থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তাদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গ্রেপ্তার ছয়জন হলেন- সোনিয়া আক্তার (২৭), মোছাম্মৎ মালনি (২৪), মোছাম্মৎ সুবর্ণা (১৯), সোহাগী বেগম (২৩), মোছাম্মৎ মিম (২৩) এবং সালমা।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোহসীন জানান, গ্রেপ্তার ছয়জন তেজগাঁওয়ের চিহ্নিত মাদক বিক্রেতা। তারা ঘুরে ঘুরে ফেরি করে মাদক বিক্রি করেন। তারা তেজগাঁও এলাকায় বসবাস করলেও তাদের মাদক ব্যবসা বিভিন্ন স্থানে বিস্তৃত। তারা কমলাপুর, শ্যামলী, কারওয়ান বাজার, মহাখালী রেললাইনকেন্দ্রিক মাদক ব্যবসায় জড়িত।

ওসি বলেন, তাদের প্রত্যেকেই একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। কিন্তু প্রতিবার জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে যান। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তেজগাঁও থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালমার বিরুদ্ধে ১১ টি, মিমের বিরুদ্ধে পাঁচটি, সোহাগীর বিরুদ্ধে চারটি, সোনিয়ার বিরুদ্ধে দুইটি, মালনির বিরুদ্ধে দুইটি এবং সুবর্ণার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]