19167

05/15/2024 ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার স‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার স‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৮

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার ওপর জোর দি‌য়ে‌ছেন তারা।

বুধবার (৭ ফেব্রুয়া‌রি) সরদার প্যাটেল ভবনে ভারতের নিরাপত্তা উপদেষ্টার স‌ঙ্গে বৈঠক ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেও ভারতের ব্যাপক অগ্রগতি হয়েছে। এই উন্নয়ন অগ্রগতির ধারা বজায় রাখতে আঞ্চলিক রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষার বিকল্প নেই। সেই লক্ষ্যেই আমরা আলোচনা করেছি।

হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ তাদের নিজ দেশ মিয়ানমারে পুনর্বাসন এবং মিয়ানমারে চলমান পরিস্থিতি নিয়েও একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠ‌কে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী হি‌সে‌বে দা‌য়িত্ব গ্রহ‌ণের পর দ্বিপক্ষীয় সফ‌রে ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক‌রের আমন্ত্রণে আজ বুধবার সকা‌লে দি‌ল্লি পৌঁছে ভার‌তের নিরাপত্তা উপদেষ্টার স‌ঙ্গে বৈঠক ক‌রেন। বৈঠ‌কের পর রাজঘাটে মহাত্মা গান্ধীর দাহস্থান ও স্মৃতিসৌধ চত্বরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন হাছান মাহমুদ।

আজ সন্ধ‌্যায় দিল্লীর হায়দ্রাবাদ হাউজে ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

বৃহস্পতি (৮ ফেব্রুয়ারি) ও শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিবেকানন্দ ফাউন্ডেশনে বক্তৃতা দেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে মন্ত্রীর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]