19177

05/19/2024 ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৩

২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরীক্ষা শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে। প্রতিদিন বেলা ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় এসব তথ্য জানায়। পরীক্ষা–সংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুটিন অনুযায়ী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৩ মে। ২২ ফেব্রুয়ারি ইসলামিক স্টাডিজ/অ্যাপ্লাইড হোম ইকোনমিকস/ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা।

কলেজের অধ্যক্ষরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন। বিতরণের আগে নির্ধারিত স্থানে কলেজের অধ্যক্ষ স্বাক্ষর/ফ্যাক্সিমিলি করবেন। পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রবেশপত্র বিতরণের কাজ করতে হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]