19313

05/15/2024 সরানো হচ্ছে মিয়ানমারের সিত্তেতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট

সরানো হচ্ছে মিয়ানমারের সিত্তেতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩১

বিদ্রোহীগোষ্ঠীগুলোর সঙ্গে চলমান গৃহযুদ্ধের উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কারণে মিয়ানমারের সিত্তেতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট শিগগিরই ইয়াঙ্গুনে অস্থায়ী ভিত্তিতে স্থানান্তর করা হবে।

রোববার (১১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ‘ইতোমধ্যেই মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। প্রক্রিয়া চলছে।’

সিত্তেতে অবস্থিত অন্যান্য বিদেশি মিশনগুলোও নিরাপত্তার কারণে ইয়াঙ্গুনে স্থানান্তর করা হচ্ছে।

এর আগে গতকাল শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দুই দেশের আলোচনার পর বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]