19420

05/21/2024 ডেসকো ও ফাইবার এট হোমের মধ্যে চুক্তি স্বাক্ষর

ডেসকো ও ফাইবার এট হোমের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৯

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) স্ক্যাডা প্রজেক্টের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফাইবার এট হোমের সঙ্গে তিন বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এবং ফাইবার এট হোমের জেনারেল ম্যানেজার মাসুদ মিয়া স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বক্তব্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের একটি অনুষঙ্গ স্ক্যাডা সিস্টেম। এটি একেবারেই ভিন্ন ধরনের ম্যাকানিজম। আমরা আগামীদিনে স্ক্যাডার সক্ষমতা আরো বৃদ্ধির লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর করেছি যা ডেসকোর সক্ষমতাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। অদূর ভবিষ্যতে সবগুলো সাব-স্টেশন স্ক্যাডা সেন্টারের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডেসকোর নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দিন, ফাইবার এট হোমের চেয়ারম্যান মঈনুল হোসেন সিদ্দিকী ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ডেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও এইচ আর) খন্দকার জহিরুল ইসলাম, নির্বাহী পরিচালক প্রকৌশল জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক অপারেশন মো. জাকির হোসেনসহ অন্যান্যরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]