19492

07/07/2025 মিরপুরে বস্তিতে পুড়েছে অর্ধশত ঘর

মিরপুরে বস্তিতে পুড়েছে অর্ধশত ঘর

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৭

রাজধানীর মিরপুরের একটি বস্তিতে আগুনে পুড়ে গেছে প্রায় অর্ধশত ঘর। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মিরপুর ১৪ নম্বরের বাগানবাড়ি বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর ঘণ্টাব্যাপী চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, সবাই মিলে চেষ্টা করে আগুন নেভানো হয়। তবে বস্তির ভেতরে প্রবেশ করা ফায়ার সার্ভিসের জন্য কষ্টসাধ্য ছিল। পর্যাপ্ত পানির জন্য পাম্প সেট করতে বেশ বেগ পেতে হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]