19500

05/18/2024 হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন ভিপি নুর

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪২

বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা চান।

গত বছরের ১৭ ডিসেম্বর বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে নুরুল হককে নুরকে তলব করেন হাইকোর্ট। তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি করা হয়।

গত বছরের ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে নুরুল হক নুরের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে নুর আপত্তিকর বক্তব্য দেন। সেই প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয়।

এ বিষয়ে ব্যাখ্যা দিতে গত ১৭ জানুয়ারি নুরকে আদালতে তলব করা হয়। ওইদিন ব্যাখ্যা দিতে তিনি আদালতের কাছে সময় চান। আজকে নির্ধারিত দিনে হাইকোর্টে হাজির হলে তিনি নিঃশর্ত ক্ষমা চাইলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]