19541

05/14/2024 হাজারো শিশুর অংশগ্রহণে দনিয়া পাঠাগারের বর্ণ অঙ্কন প্রতিযোগিতা

হাজারো শিশুর অংশগ্রহণে দনিয়া পাঠাগারের বর্ণ অঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২১

৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিশুর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দনিয়া পাঠাগারের ১৯তম বর্ণ অঙ্কন প্রতিযোগিতা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর দনিয়া কলেজ প্রাঙ্গণে শিশুদের নিয়ে চমৎকার এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন একুশে পদক ২০২৪ -এর জন্য মনোনীত জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর।

সকাল ১০টায় বর্ণ অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা পদকপ্রাপ্ত চিত্রশিল্পী আব্দুল মান্নান ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক (ডিজাইন) চিত্রশিল্পী জাহিদ মোস্তফা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দনিয়া কলেজের অধ্যক্ষ আলমগীর মিয়া। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় শিশুদের উৎসাহিত করার জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়ার থিয়েটার প্রতিচ্ছবির ১৬ জনের কোরিওগ্রাফির একটি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় শিশু থেকে পঞ্চম শ্রেণির ছয়টি বিভাগে ৭২ জনকে পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য, দনিয়া পাঠাগার ২০০৪ সাল থেকে নিয়মিত শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণমালা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]