19827

05/12/2024 এবার ঈদে মিলতে পারে ৬ দিনের ছুটি

এবার ঈদে মিলতে পারে ৬ দিনের ছুটি

ডেস্ক রিপোর্ট

১৩ মার্চ ২০২৪ ১৬:১২

পবিত্র ঈদুল ফিতরে সাধারণত তিন দিন ছুটি থাকার কথা থাকলেও এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ থেকে ছয় দিনের ছুটি পেতে পারেন। এতে সরকারি চাকুরেদের মধ্যে এখন থেকেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

রোজা ৩০টি পূর্ণ হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল। এদিন সাধারণ ছুটি। এর আগে-পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি ভোগ করেন সরকারি চাকরিজীবীরা। সে হিসেবে এবার ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতরের ছুটি। পরদিন ১৩ এপ্রিল শনিবার সরকারি ছুটি। এর পরদিন ১৪ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি। এতে টানা পাঁচ দিনের ছুটি মিলবে।

আর রোজা ২৯ দিনে হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল। আর ছুটি শুরু হবে ৯ এপ্রিল থেকে। সে হিসেবে টানা ছয় দিন ছুটি মিলতে পারে।

এদিকে প্রতিবারের মতো এবারও নির্বিঘ্নভাবে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে সরকার। ইতোমধ্যে ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে রেলওয়ে। প্রতি বছর ঈদের ৫ দিন আগ পর্যন্ত টিকিট দেওয়া হলেও এবার সাত দিনের টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে রেলওয়ের। আগামী ২৪ মার্চ থেকে ঈদুল ফিতরের টিকিট বিক্রি শুরু হবে। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]