1985

05/15/2024 লকডাউনে বিমানের মধ্যেই বিয়ে!

লকডাউনে বিমানের মধ্যেই বিয়ে!

রকমারি ডেস্ক

২৫ মে ২০২১ ২০:২৮

ভারতজুড়ে করোনা (কোভিড-১৯) সংক্রমণ কমাতে কড়া বিধিনিষেধ জারি। অনেক সদস্য নিয়ে বিয়ের অনুষ্ঠান করা বারণ। পরতে হবে মাস্কও। কিন্তু এই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখালেন দুই পরিবার। রীতিমতো বিমান ভাড়া করে মাঝ আকাশে বিয়ের অনুষ্ঠান সারলেন দম্পতি। সঙ্গে থাকলেন প্রায় ১৬০ জন নিমন্ত্রিত। এ বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নবদম্পতি বাহবা পেলেও, ক্ষিপ্ত সচেতন ভারতের নাগরিকরা।

সংকটময় পরিস্থিতিতে কোনও সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি অতিথি সমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এমন অবস্থায় এক বিমানে এত মানুষের ভিড়কে কটাক্ষ করেছেন অনেকে। শুধু তাই নয়, স্পাইসজেট-এর সেই বিমানকে তদন্তের জন্য অব ডিউটি ঘোষণা করা করেছে ভারতীয় বিমান নিয়ন্ত্রক সংস্থা।

এএনসিআই সূত্রে জানা যাচ্ছে, স্পাইসজেট থেকে জানানো হয়েছে, এই ঘটনার বিষয়ে তারা কেউ ইঙ্গিত পায়নি। বারংবার জিজ্ঞেস করার পরেও লুকিয়ে গিয়েছিল পরিবার পক্ষ। বিয়ের কারণে সেখানে যাত্রীরা কেউ কোনও বিধিনিষেধ মানেননি। লকডাউন এবং পরিস্থিতি উপেক্ষা করে মাস্ক, ফেসশিল্ড ছাড়াই সকলে বিমানে ছিলেন। এমনকি কোনও সামাজিক দূরত্বও বজায় রাখেননি তাঁরা। সেই কারণেই বর-কনের পরিবারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বিমান-সংস্থা। ইতিমধ্যেই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রীতিমতো ভিড়ে ঠাসা একটি বিমানে হইহই করে বিয়ে হচ্ছে। কারও মুখেই মাস্কের বালাই নেই। নেই কোনও সামাজিক দূরত্বও। উল্লেখ্য, দুই ঘণ্টার জন্য স্পাইসজেটের গোটা বিমানটাই ভাড়া নিয়ে নেন রাকেশ-দক্ষিণার পরিবার। মাদুরাই থেকে বেঙ্গালুরু উড়ে যায় বিমানটি। আর সেই বিমানেই আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে তারা বিয়ে সারেন।

সূত্র : আজকাল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]