20078

05/17/2024 সরকারের অব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে: ফখরুল

সরকারের অব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২৪ ১৪:২৭

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার জন্য সরকারকে দুষছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা ও চরম উদাসীনতার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) এক শোক বিবৃতিতে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

সকালে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের তেঁতুলতলা এলাকায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৩ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এই বিবৃতি দেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আজ ফরিদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি খুবই হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। দেশব্যাপী প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় যারা প্রাণ হারাচ্ছে ও আহত হচ্ছে তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। বর্তমানে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারের অব্যবস্থাপনা ও চরম উদাসীনতার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সারা দেশে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]