2393

07/06/2025 পিরোজপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

পিরোজপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা সংবাদদাতা, পিরোজপুর

৭ জুন ২০২১ ২৩:৩১

পিরোজপুরের স্বরূপকাঠির পূর্ব গুয়ারেখা গ্রামে বজ্রপাতে আবুল কালাম (৫৫) ও জাহানারা বেগম (৫০) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (০৭ জুন) দুপুরে ছাগল রাখার ঘরে পলিথিন টানাতে গিয়ে ওই দম্পতির মৃত্যু হয়েছে।

গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, ঝড়ের মধ্যে বজ্রপাতে স্বামী ও স্ত্রী গুরুতর আহত হওয়ার পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কলাখালী বাজারের পল্লী চিকিৎসক সজলের কাছে নিয়ে যায়। সেখানে পল্লী চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]