2466

11/03/2025 কোপায় শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

কোপায় শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক

১০ জুন ২০২১ ১২:৪২

করোনা মহামারি আতঙ্ক কাটিয়ে শুরু হচ্ছে কোপা আমেরিকা। একদিকে করোনার প্রকোপ, অন্যদিকে ভেন্যু বদলে আয়োজন ব্রাজিলে সরিয়ে নেওয়া। সব আলোচনা-সমালোচনা ছাপিয়ে লাতিন আমেরিকার সেরা হওয়ার প্রস্তুতি নিচ্ছে সবাই।

সোমবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় 'বি' গ্রুপে ভেনিজুয়েলা এবং ব্রাজিলের খেলা দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। এই গ্রুপে ব্রাজিলের অন্য প্রতিপক্ষ কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু।

এদিকে কোপা আমেরিকায় মাঠে নামার আগে শক্তিশালী দল সাজিয়েছে ব্রাজিল। নয়বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল এবারের আসরেও ফেবারিট।

ব্রাজিল দল:

গোলরক্ষক: অ্যালিসন বেকার, ওয়েভারটন, এডারসন।

ডিফেন্ডার: দানিলো, এমারসন, ফেলিপে, আলেক্স সান্দ্রো, রেনান লোদি, এডের মিলিটাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস।

মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফাবিনহো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, ডগলাস লুইজ, এভারটন রিবেইরো।

ফরোয়ার্ড: এভারটন, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, ভিনিসিউস জুনিয়র, রিচার্লিসন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]