25990

01/19/2025 ইসলামী বইমেলায় মুহাম্মাদ যায়েদ খানের ‘নারী একটি ফুল’

ইসলামী বইমেলায় মুহাম্মাদ যায়েদ খানের ‘নারী একটি ফুল’

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৪ ১৩:২৫

ইসলামী বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক মুহাম্মাদ যায়েদ খানের লেখা বই ‘নারী একটি ফুল’। আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা বইটি প্রকাশ করেছে ইদারাহ প্রকাশন।

বইটিতে দুটি গল্প এবং একটি প্রবন্ধ আছে। গল্পে জীবনের কঠোর বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে সমাজের কিছু অবহেলিত এবং নীরব বাস্তবতা প্রকাশ পেয়েছে।

প্রবন্ধে বিবাহের ক্ষেত্রে নারীর প্রতি অবহেলা এবং তার মর্যাদা ও সম্মানের প্রতি সমাজের উদাসীনতার দিকে আলোকপাত করা হয়েছে। নারীর ত্যাগ, সম্মান পাওয়ার অধিকার ও যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তাকে অবহেলার শিকার তা তুলে ধরা হয়েছে।

‘নারী একটি ফুল’ বইটি শুধু একটি সাহিত্যকর্ম নয়, এর মাধ্যমে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে, তার প্রতি সমানভাবে সম্মান ও মর্যাদা দেওয়ার গুরুত্ব বোঝানো হয়েছে। যা সমাজে নারীর প্রকৃত সম্মান এবং মর্যাদাকে পুনরায় স্থাপন করবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]