2930

05/15/2024 মেসির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি স্পেনের আদালত

মেসির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি স্পেনের আদালত

ক্রীড়া ডেস্ক

১৭ জুলাই ২০২১ ১৭:১৬

২০২০ সালে লিওনেল মেসির বিরুদ্ধে ওঠা জালিয়াতি, অর্থ আত্মসাতের অভিযোগ থেকে মুক্তি দিয়েছে স্পেনের একটি আদালত। এতে স্বস্তিতে রয়েছেন এই ফুটবল তারকা।

ফেডেরিকো রেত্তোরি নামক এক আর্জেন্টাইন ব্যক্তি মেসির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করেছিলেন।

তার দাবি, তিনি মেসির চ্যারিটিতে কাজ করতেন। ২০১৯ সালেও একই অভিযোগ করেছিলেন রেত্তোরি। সে বারেও তার অভিযোগ নাকচ করে দেওয়া হয়।

রেত্তোরির অভিযোগ, মেসির সংস্থা যে অর্থ পেত তা দান করে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। সেই অর্থ যেত বিভিন্ন ব্যাংকে এবং ব্যক্তিগত কাজে ব্যবহার করা হতো। যে গুলোর চ্যারিটি সংস্থার সঙ্গে কোনো যোগ নেই।

তবে স্পেনের আদালত জানিয়েছে, দুই বছর ধরে তদন্ত করেও কোনো অনৈতিক কাজ চোখে পড়েনি। ওই ব্যক্তির অভিযোগ প্রমাণ করার মতো কোনো কিছু খুঁজেও পাওয়া যায়নি।

রেত্তোরি যে মেসির সংস্থায় কাজ করতেন তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ‘এল বুয়েন ক্যামিনো’ নামক এক সংস্থার প্রধান হিসেবে নাম পাওয়া গেছে রেত্তোরির। সেই সংস্থা পশ্চিম আফ্রিকার সিয়েরা লিয়োনে নামক একটি দেশের শিশুদের সাহায্য করার জন্য। সূত্র: এনডিটিভি

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]