3111

06/02/2024 দেউলিয়া থেকে বিলিয়নিয়ার রিয়ানা

দেউলিয়া থেকে বিলিয়নিয়ার রিয়ানা

বিনোদন ডেস্ক

৬ আগস্ট ২০২১ ০১:৪৯

২০০৯ সালে দেউলিয়া হওয়ার অবস্থায় চলে গিয়েছিলেন পপ সংগীত শিল্পী রিয়ানা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২০২০ সালে বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীত শিল্পী হন তিনি। এবার বিলিয়নিয়ারের তালিকায় নাম লেখালেন ৩৩ বছর বয়সী এই গায়িকা।

মার্কিন সাময়িকী ফোর্বসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বার্বাডোস থেকে আসা ‘ব্যাড গার্ল’ খ্যাত এই গায়িকার মোট সম্পদের পরিমাণ ১৭০ কোটি ডলার।

রিয়ানার আয়ের বেশির ভাগই এসেছে প্রসাধনী প্রতিষ্ঠান ফেন্টি বিউটি কোম্পানি থেকে। সেখান থেকেই তিনি মোট ১৪০ কোটি ডলার সম্পদের মালিক হয়েছেন।

সংগীত আর অভিনয় থেকে বাকি ২৭ কোটি ডলার সম্পদের মালিক হয়েছেন রিয়ানা। বিনোদনজগতে বিশ্বের সবচেয়ে ধনী নারী অপরাহ উইনফ্রের পরে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি।

২০০৫ সালে সংগীত ক্যারিয়ার শুরু করেন রিয়ানা। তবে শুরর পথটা মসৃন ছিল না তার জন্য। তাই ২০০৯ সালে দেউলিয়ার হওয়ার অবস্থায় চলে গিয়েছিলেন তিনি। সেই অবস্থা থেকে আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।২০১৭ সালে এলভিএমএইচের সঙ্গে অংশীদারত্বে ফেন্টি বিউটি প্রতিষ্ঠা করার পর আর পেছনে তাকাতে হয়নি তাকে। রিয়ানা তার প্রসাধনী প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের গায়ের রংয়ের নারীদের জন্য ৪০টি আলাদা আলাদা শেডের ফাউন্ডেশন আনেন। এই ভিন্ন ধরনের চিন্তাই তাকে সাফল্য এনে দেয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]