31609

05/04/2025 পদ্মা নদীতে ধরা পড়েছে ২৮ কেজির বিশাল কাতলা মাছ

পদ্মা নদীতে ধরা পড়েছে ২৮ কেজির বিশাল কাতলা মাছ

জেলা সংবাদদাতা, রাজবাড়ী

৩ মে ২০২৫ ১২:৪৪

রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ।

শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।

বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে মাছটি নিয়ে এলে বিশাল আকারের কাতলা মাছ দেখতে ভিড় জমান উৎসুক জনতা। পরে মমিন মণ্ডলের আড়তে এক প্রকাশ্য নিলামে, প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মাছটি মোট ৫০ হাজার ৪০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

চান্দু মোল্লা জানান, ‘মাছটি বিক্রির উদ্দেশ্যে দড়ি দিয়ে বেঁধে পদ্মা নদীতেই রেখেছি। আমি এটি প্রতি কেজি ১ হাজার ৯০০ টাকা দরে বিক্রি করবো।’

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘নদীতে পানি কম থাকায় মাঝেমধ্যেই জেলেদের জালে বড় বড় রুই, কাতলা, বোয়াল, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা ভালো লাভ করছেন।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]