31637

05/04/2025 পদ্মার দুই কাতল ৯০ হাজার টাকায় বিক্রি

পদ্মার দুই কাতল ৯০ হাজার টাকায় বিক্রি

জেলা সংবাদদাতা, রাজবাড়ী

৪ মে ২০২৫ ১১:২৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ৩২ কেজি ও ২৫ কেজি ওজনের বিশাল দুইটি কাতল মাছ।

রোববার (৪ মে) সকালে মাছ দুইটি দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে মোট ৯০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। উন্মুক্ত নিলামে মাছ দুটি কেনেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

জানা গেছে, দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রায়ই বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ জেলেদের জালে আটকা পড়ে। রাজবাড়ী, মানিকগঞ্জ ও পাবনার জেলেরা তাদের সঙ্গীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মধ্য রাত থেকেই মাছ ধরতে নেমে পড়ে। আজ ভোর রাতে জাফরগঞ্জ এলাকার জেলে বাতেন মন্ডলের জালে ২৫ কেজি ও অপর একজন জেলের জালে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল দুইটি কাতলা মাছ ধরা পড়ে। পরে তারা মাছ দুইটি উন্মুক্ত নিলামে বিক্রির জন্য ভোরে দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসে।

দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে মাছ ব্যবসায়ী চাঁদনি অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা বলেন, আমি প্রতিদিন ভোরে দৌলতদিয়া মাছ বাজার থেকে নিলামে মাছ কিনে থাকি। পরে মাছ গুলো অনলাইনে দেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে বিক্রি করে থাকি। আজ ভোরে মাছ বাজারে ৩২ কেজি ৬০০ গ্রাম ও ২৫ কেজি ওজনের বড় দুটি কাতল মাছ আসে। ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের মাছটি সাঈদ মোল্লার আড়ৎ থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৫২ হাজার ১৬০ ও ২৫ কেজি ওজনের কাতল মাছটি কেসমত মোল্লার আড়ত থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৫০০ টাকায় কিনে নেই।

তিনি আরও বলেন, এখন আমি মাছগুলোর ভিডিও ও ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করব। এই ভিডিও ও ছবি দেখে অনেকেই মাছ গুলো কিনতে আগ্রহী হবে। কেজি প্রতি ১০০ টাকা লাভ হলে মাছ গুলো আমি বিক্রি করে দিব।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মার পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাই জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙাশ, কাতল, বাগাড়, চিতলসহ নানা প্রজাতির মাছ আটকাচ্ছে। মাছগুলো পেয়ে জেলেরাও অনেক খুশি হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]