31817

05/08/2025 গ্লাস তৈরির কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক অব্যাহতি

গ্লাস তৈরির কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক অব্যাহতি

অর্থনৈতিক প্রতিবেদক

৮ মে ২০২৫ ১৭:২৩

দেশের শিল্প সুরক্ষায় গ্লাস তৈরির কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্কে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (৭ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। অবিলম্বে কার্যকর হওয়া প্রজ্ঞাপনে শিল্প কারখানা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা পাবে।

এর আগে ওই পণ্য আমদানিতে ১০ থেকে ২০ শতাংশ সম্পূরক শুল্ক ছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, গ্লাস তৈরির উপাদান ডোলামাইট, লাইম স্টোন, সোডিয়াম সালফেট এনহাইড্রাস, বেইস পেইন্ট, টপ পেইন্ট, বেক পেইন্ট ও সিলিকন রিংয়ের সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এই সুবিধা পেতে স্থানীয় গ্লাস উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান হতে হবে এবং আমদানিকারকদের ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার হতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে বছরে প্রায় পাঁচ লাখ টনের বেশি কাঁচ উৎপাদন হয়। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ৮ মিলিয়ন ডলার সমমূল্যের গ্লাস রপ্তানি হয়, যা ২০০৫ সাল থেকে ক্রমান্বয়ে বাড়ছে।

এ বিষয়ে বাংলাদেশ গ্লাস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হোসেইন আলমগীর বলেন, বিদেশ থেকে আমদানি করে অনেক শুল্ক কর দিয়ে আমরা ব্যবসা করছি। অন্যদিকে যারা কাঁচ উৎপাদন করছে, তারা কম খরচে উৎপাদন করতে পারছেন না। তবুও তারা পণ্যের মূল্য বেশি রাখছেন। এখন আবার তাদের এই সুবিধা দেওয়া হলো। এতে করে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]