32052

05/17/2025 পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করছে বাংলাদেশ

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে ২০২৫ ১৫:৩৯

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে এবার পাকিস্তানি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, ই-ভিসা চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ আরও সহজ হবে।

শুক্রবার (১৬ মে) লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (LCCI) এক অনুষ্ঠানে তিনি একথা বলেন বলে জানিয়েছেন এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হাইকমিশনার বলেছেন, “দুই দেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধি বিনিময় ও সহজ ভিসা প্রক্রিয়া সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি বাংলাদেশের নারিকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, চাল, মাংস, চিনি, মাছসহ বিভিন্ন বাণিজ্যিক পণ্যের সম্ভাবনার কথা তুলে ধরেন।

এছাড়া সরাসরি বিমান যোগাযোগ ও সমুদ্রপথ চালুর বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।

হাইকমিশনারের কথায়, “বাংলাদেশ চায় দুই দেশের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি হোক।”

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]