কাশ্মীর যাওয়ার পথে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান মাঝআকাশে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে।
ফ্লাইট নম্বর ৬ই ২১৪২ বিমানটি বুধবার (২১ মে) দেশটির রাজধানী দিল্লি থেকে কাশ্মীরের শ্রীনগরে যাচ্ছিল।
তখনই হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ের মধ্যে পড়ে যায় এটি। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বিমানটির সামনের অংশ (নাক) ধসে গেছে। খবর হিন্দুস্থান টাইমসের।
শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।
পরবর্তীতে এক বিবৃতিতে এয়ারলাইন্সটি জানিয়েছে, পাইলট ও ক্রুরা সাধারণ প্রটোকল অনুসরণ করেন এবং বিমানটি নিরাপদে অবতরণ করেছে।
এরপর আতঙ্কিত যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা করা হয় বলেও জানিয়েছে তারা। বিমানটি আপাতত গ্রাউন্ডে রাখা হয়েছে। এটি পরীক্ষা-নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণ শেষে আবারও আকাশে উড়বে।
ওয়াইস মাকবুল নামে এক যাত্রী মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, আমি বিমানটিতে করে কাশ্মীরে আমার বাড়ি যাচ্ছিলাম। এটি ছিল সাক্ষাৎ মৃত্যুর অভিজ্ঞতা।
বিমানের নাক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের সময় সবার মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং মানুষ ভয়ে চিৎকার করছিল। সবাই ভয় পেয়ে যায়।
এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ভেতর আতঙ্কগ্রস্ত যাত্রীরা চিৎকার করছেন। এ সময় অনেকে সৃষ্টিকর্তার নাম জোরে জোরে উচ্চারণ করছিলেন। যিনি ভিডিও করেছেন তার চেহারাতেও আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল।