32318

05/29/2025 ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপে

ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপে

ক্রীড়া ডেস্ক

২৬ মে ২০২৫ ১৩:৩৯

২০২৪–২৫ মৌসুমের পর্দা নামতেই ইউরোপীয় ফুটবলে ব্যক্তিগত পারফরম্যান্সের লড়াইয়েও টানল সমাপ্তির রেখা। সেই লড়াইয়ের সর্বোচ্চ পুরস্কার 'ইউরোপিয়ান গোল্ডেন বুড' এবার উঠল ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপের হাতে। রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমেই লা লিগায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩১ গোল করে ইউরোপ সেরা গোলদাতার মুকুট নিজের করে নিলেন তিনি।

উয়েফার কো এফিসিয়েন্ট র‍্যাঙ্কিং অনুযায়ী, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রতিটি গোলের জন্য বরাদ্দ থাকে ২ পয়েন্ট। সেই হিসেবে এমবাপের মোট পয়েন্ট দাঁড়ায় ৬২। মৌসুমের শেষ ম্যাচে জোড়া গোল করে তিনি নিজের আধিপত্য নিশ্চিত করেন।

তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন আরও দুই দুর্দান্ত গোলস্কোরার স্পোর্তিং সিপির সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস ও লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। ইয়োকেরেস পর্তুগিজ লিগে ৩৯ গোল করে ৫৮.৫ পয়েন্ট অর্জন করেন (প্রতি গোলে ১.৫ পয়েন্ট)। সালাহ প্রিমিয়ার লিগে ২৯ গোল করে ৫৮ পয়েন্ট পেলেও শেষ মুহূর্তে এমবাপেকে টপকে যেতে পারেননি।

গোলের সংখ্যার পাশাপাশি খেলায় সময়ের দিক থেকেও এগিয়ে এমবাপে। পুরো মৌসুমে ২৯১২ মিনিট খেলা ফরাসি ফরোয়ার্ড সময়ের বিচারে পিছিয়ে ছিলেন সালাহর (৩৩৭৭ মিনিট) চেয়ে, যা টাই হলে তাঁর পক্ষে যেত।

এই অর্জনের মাধ্যমে তিন দশকেরও বেশি সময় পর রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন। এমবাপের আগে এই গৌরব অর্জন করেছিলেন হুগো সানচেজ ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]