32330

05/29/2025 সব সম্প্রদায়ের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

সব সম্প্রদায়ের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

নিজস্ব প্রতিবেদক

২৬ মে ২০২৫ ২০:১২

সব সম্প্রদায়ের জন্য একটি নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপ‌দেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান স্টিফেন শ্নেকের স‌ঙ্গে হওয়া বৈঠ‌কে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ক‌রেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টিফেন পররাষ্ট্র উপদেষ্টাকে তাদের প্রধান বার্ষিক প্রতিবেদন এবং বিশেষ প্রতিবেদনসহ এর প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। ইউএসসিআইআরএফ চেয়ারম্যান দেশের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপট সম্পর্কে সরাসরি ধারণা লাভের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে তার বর্তমান সফর সম্পর্কে অবহিত করেন।

ইউএসসিআইআরএফ চেয়ারম্যানের সফরকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, ভুল তথ্য/ভুল তথ্য প্রতিরোধ এবং বাস্তবতার সঠিক চিত্র উপস্থাপনে এই ধরনের সফরের গুরুত্বের উপর জোর দেন। স্টিফেন পররাষ্ট্র উপদেষ্টার মতামতের সঙ্গে একমত পোষণ করেন। তিনি গঠনমূলক আলোচনা, সংলাপের প্রতি সরকারের উন্মুক্ততা এবং গ্রহণযোগ্যতার প্রশংসা করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা গণতান্ত্রিক সংস্কার, সমতা ও ন্যায়বিচার, জাতি, ধর্ম, বর্ণ বা জাতি নির্বিশেষে সব নাগরিকের জন্য মানবাধিকার সুরক্ষার প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তৌহিদ হোসেন বাংলাদেশের বহুত্ববাদী ধারার কথা পুনর্ব্যক্ত করেন, যেখানে সব ধর্মের মানুষ শত শত বছর ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। তিনি সাম্প্রদায়িক সহিংসতা এবং বৈষম্যের প্রতি সরকারের শূন্য-সহনশীলতা নীতির উপর জোর দেন। এই প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট সবার অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বিভিন্ন সাম্প্রতিক নিরাপত্তা ও প্রশাসনিক পদক্ষেপ তুলে ধরেন।

আলোচনায় রোহিঙ্গা ইস্যুও আলোচিত হয়। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের মাতৃভূমিতে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মার্কিন পক্ষের সক্রিয় সহায়তার আহ্বান জানান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]