32989

10/19/2025 তেল-আবিবে ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

তেল-আবিবে ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন ২০২৫ ১০:৪৯

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানের রাতভর হামলায় তেল-আবিবের মার্কিন দূতাবাস ‘সামান্য ক্ষতিগ্রস্ত’ হয়েছে।

মাইক হাকাবি এক্স অ্যাকাউন্টে পোস্ট করে বলেছেন যে, তেল-আবিবে দূতাবাস ভবনটির আশেপাশে ‘ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানায়’ ভীষণ কম্পনে কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো মার্কিন কর্মী হতাহত হননি।

এ কারণে জেরুজালেমে অবস্থিত প্রধান মার্কিন দূতাবাসও বন্ধ থাকবে এবং এখনও সেখানে নিরাপদে অবস্থান করার নির্দেশনা বহাল আছে বলে জানান তিনি।

রোববার রাতভর ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। এতে বহু ভবন ধ্বসে পড়ার পাশাপাশি অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ‘আমরা তোমাদের নরক দেখাব’। ইরানের আইআরজিসি ইসরায়েলে হামলার পরিসর আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]