33755

08/17/2025 আজ ব্যাংকিং কার্যক্রম সন্ধ্যা ৬টা পর্যন্ত

আজ ব্যাংকিং কার্যক্রম সন্ধ্যা ৬টা পর্যন্ত

অর্থনৈতিক প্রতিবেদক

৩০ জুন ২০২৫ ১৭:৩৫

অর্থবছরের শেষ দিনে রাজস্ব আহরণের সুবিধার্থে সোমবার (৩০ জুন) দেশের সব ব্যাংকে লেনদেন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে গণমাধ্যমকে জানানো হয়, ৩০ জুন অর্থবছরের শেষ দিন। রাজস্ব আদায়ের সুবিধার্থে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাধারণত প্রতিদিন ব্যাংক লেনদেনের সময়সীমা থাকে বিকাল ৪টা পর্যন্ত। আজ রাজস্ব জমাদানে ব্যবসায়ীদের বাড়তি সময় দেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনায় সময়সীমা বাড়ানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের চলমান কর্মবিরতির কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রাজস্ব জমা দিতে পারেননি। এতে তাদের অতিরিক্ত জরিমানার ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আজকের দিনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, তাই বাংলাদেশ ব্যাংককে ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]