33757

07/01/2025 জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি: প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন আগামীকাল

জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি: প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন ২০২৫ ১৭:৪৭

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ সাহসী শিক্ষার্থীদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং ও মূল্যায়ন দফতর সূত্রে এই তথ্য জানা গেছে। শহীদদের স্মৃতিকে সম্মান জানানো ও চিরস্মরণীয় করে রাখাই এই বৃত্তির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সরকারের ঘোষিত ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা ২০২৫’ এর অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়েও ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এই ধারাবাহিক কর্মসূচির প্রথম উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

রাজধানীর তেজগাঁওয়ে ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের করবী হলে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনেই শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে। একইসঙ্গে জাতীয়ভাবে ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা’ উদ্বোধন ঘোষণা করা হবে।

এই আয়োজন উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও সভাপতিদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার অথবা রেকর্ড করে কলেজ প্রাঙ্গণে বড় পর্দা বা মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]