চলতি বছর ঢাকায় বাংলাদেশ ও নেপালের মধ্যে ফরেন অফিস কনসারটেশন বা এফওসি বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (৩০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। এ সময় পররাষ্ট্রসচিব এফওসি বৈঠকের প্রসঙ্গ তোলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রসচিবকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিবন্দন জানান রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে তারা বাণিজ্য, জলবিদ্যুৎ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন।
বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্রসচিব দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে গুরুত্ব দেন। তিনি জানান, পরবর্তী সময়ে ফরেন অফিস কনসারটেশন বা এফওসি ঢাকায় চলতি বছরের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। আর বাংলাদেশ নেপাল পক্ষকে স্বাগত জানাতে প্রস্তুত।
তারা সার্ক এবং বিমসটেকের কাঠামোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা গভীর করার তাৎপর্য তুলে ধরেন।
ডিএম /সীমা