33802

07/02/2025 ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় খননকারী মেশিন ও ক্রেন

ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় খননকারী মেশিন ও ক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

১ জুলাই ২০২৫ ১৫:৩৭

ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় ভারী নির্মাণ যন্ত্রপাতি দেখা গেছে। ম্যাক্সার টেকনোলজিসের নতুন স্যাটেলাইট ছবিতে। ছবিতে পারমাণবিক স্থাপনায় খননকারী মেশিন ও ক্রেন দেখা যাচ্ছে। ছবিটি রোববার (২৯ জুন) তোলা হয়। খবর বিবিসির।

ইরানের এই পারমাণবিক স্থাপনাতেই মার্কিন যুক্তরাষ্ট্র বাঙ্কার-ব্লাস্টার বোমা দিয়ে হামলা করেছিল।

শনিবার (২৮ জুন) তোলা একই স্থানের ছবি বিশ্লেষণ করে পরমাণু অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অ্যালব্রাইট বলেছেন, নির্মাণ কাজের মধ্যে ক্ষতি মূল্যায়ন ও রেডিওলজিক্যাল নমুনা অন্তর্ভুক্ত থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের হামলার পর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলোকে ‘ধ্বংস’ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পারমাণবিক স্থাপনার ক্ষতি ‘গুরুতর’ কিন্তু বিস্তারিত তথ্য অস্পষ্ট। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নির্ধারিত সময়ের থেকে ‘দশক’ পিছিয়ে গেছে।

যদিও ইরান কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া পুনরায় শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]