৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা নেওয়া হবে। শুধু ঢাকাতেই এ পরীক্ষার কেন্দ্র থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) পূর্বঘোষণা অনুযায়ী আগামী ১৮ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে, পিএসসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী- ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল ২১ জুলাই প্রকাশ করা হবে। তারপর শুরু হবে মৌখিক পরীক্ষা। ২২ সেপ্টেম্বর বিশেষ এ বিসিএসে তিন হাজার চিকিৎসক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে।
ডিএম /সীমা