33980

07/05/2025 আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে: ট্রাম্প

আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

৫ জুলাই ২০২৫ ১৩:৪৫

হামাস গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক সাড়া’ দেওয়ার কথা জানানোর পর গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটা বেশ ভালো’।

এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী সপ্তাহেই গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে বর্তমান আলোচনার কতটুকু অগ্রগতি হয়েছে, সে বিষয়ে এখনো তাঁকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে তিনি।

গাজায় নতুন একটি যুদ্ধবিরতি কার্যকর করার আলোচনায় সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার ট্রাম্প নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে বলেছেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধ অবসানের লক্ষ্যে কাজ করবে।

ট্রাম্প হামাসকেও তাঁর ভাষায় ‘চূড়ান্ত প্রস্তাব’ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, এর (নতুন যুদ্ধবিরতি চুক্তি) চেয়ে ভালো কিছু আর আসবে না; বরং পরিস্থিতি আরও খারাপই হবে (চুক্তি না মানলে হামাসের জন্য ফলাফল আরও খারাপ হবে)।

এরপর বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হামাস বলেছে, মধ্যস্থতাকারীদের কাছে তারা একটি ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া নিয়ে আলোচনার নতুন পর্বে তাৎক্ষণিকভাবে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত আছে।

হামাসের মিত্র ইসলামিক জিহাদও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পরিকল্পনায় তাদের সমর্থন জানিয়েছে। তবে সশস্ত্র সংগঠনটি একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চেয়েছে।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবটিতে গাজার উত্তর ও দক্ষিণ অংশ থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

ফিলিস্তিনি এক কর্মকর্তা বলেছেন, হামাস জোর দিয়ে বলেছে, গত মার্চ মাসের শেষ দিকে একটি যুদ্ধবিরতি ভেঙে পড়ার আগে (ইসরায়েলি) সেনাবাহিনী যেখানে অবস্থান করছিল, তাদের সেখানে ফিরে যেতে হবে।

তাই এবার স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেঙে পড়লেও ইসরায়েল যেন নতুন কোনো বিমান বা স্থল অভিযান শুরু না করে—যুক্তরাষ্ট্রের কাছে এমন নিশ্চয়তা চাইছে হামাস ও মিত্র সংগঠনগুলো।

ধারণা করা হচ্ছে, এবারের প্রস্তাবে যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনা প্রথম দিন থেকেই শুরু হবে বলে উল্লেখ আছে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে একাধিকবার বলেছেন, সব জিম্মি মুক্ত না করা পর্যন্ত এবং হামাসের সামরিক ও শাসনক্ষমতা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ শেষ করা হবে না।
এদিকে নতুন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর অপেক্ষার মধ্যেই ইসরায়েল গাজায় ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

বিবিসির খবরে বলা হয়, গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বিকেলে জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার চিকিৎসকদের বরাত দিয়ে ফিলিস্তিনি তথ্যকেন্দ্র ও কুদস নিউজ নেটওয়ার্ক বলেছে, গতকাল মধ্যরাত থেকে পাঁচ ঘণ্টার মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত ৫৭ হাজার ২৬৮ নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]