34057

07/07/2025 ফার্মেসিতে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৫

ফার্মেসিতে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৫

জেলা সংবাদদাতা, রাজশাহী

৬ জুলাই ২০২৫ ১৭:১৫

রাজশাহীর তানোর উপজেলার একটি ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে মাদক হিসেবে ব্যবহার হওয়া “ট্যাপেন্টাডল” নামের ওষুধ বিক্রির অভিযোগে একটি সংঘবদ্ধ মাদকচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বর্তমানে ট্যাপেন্টাডল ওষুধটি মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১৬৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড এবং ৪১,৩০০ টাকা জব্দ করা হয়।

রবিবার (৬ জুলাই) দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালিগঞ্জ বাজারে অবস্থিত ময়েজ উদ্দিনের ফার্মেসিতে অবৈধ মাদকদ্রব্য মজুদ ও বিক্রি করার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ফার্মেসি থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, তানোর উপজেলার মাসিন্দা গ্রামের ময়েজ উদ্দিন (৭৩), তার ছেলে মো. খোকন (৩৫); একই গ্রামের হাফিজুর (৩৫), রাইতান বড়শো গ্রামের ইসমাইল হোসেন (২৬) ও মো. ছারু খান (২৯)।

এর আগে, শনিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি দল তানোর উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ফার্মেসিতে মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মাদকাসক্তরা ইয়াবার বিকল্প হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করে। বাংলাদেশে ওষুধটির উৎপাদন নিষিদ্ধ হলেও প্রতিবেশী দেশ ভারতে বৈধ হওয়ায় এটি পাচার হয়ে আসছে।

ব্যথা নিরাময়ের ওষুধ ট্যাপেন্টাডলের (জেনেরিক নাম ট্যাপেন্টাডল হাইড্রোক্লোরাইড) চাহিদা বেশিদিন আগের নয়। দুবছর আগে দেশে এটি বৈধ ওষুধ ছিল। দেশের আটটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি বাজারজাত করতো। নেশা হিসেবে ব্যবহার বেড়ে যাওয়ায় ২০২০ সালে ট্যাপেন্টাডল নিষিদ্ধ করে “খ” শ্রেণির মাদকদ্রব্য হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তফশিলে যুক্ত করে ৮ জুলাই গেজেট প্রকাশ করা হয়। এরপর থেকে দেশীয়ভাবে উৎপাদন বন্ধ রয়েছে।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]