ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন ও ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ব্রিকসের সদস্য দেশগুলো। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। খবর সামা টিভির।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সদস্য দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। এতে সংগঠনটির বাণিজ্য, আর্থিক সংস্কার ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে।
এছাড়া ব্রিকস নেতারা গাজায় চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি সমস্যার একটি ‘ন্যায্য ও সুষ্ঠু সমাধানের’ মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে দ্ব্যর্থহীনভাবে গাজাকে ফিলিস্তিন রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক আইন ও প্রাসঙ্গিক জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
এছাড়াও তীব্র নিন্দা জানিয়ে ব্লকটি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার নিন্দা জানিয়েছে। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে।
এদিকে অর্থনৈতিক বিষয়ে ব্রিকস নেতারা একতরফা বাণিজ্য শুল্ক আরোপের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তার যুক্তি দিয়ে বলেছেন, এ ধরনের পদক্ষেপ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা ও বিশ্ব বাণিজ্য নিয়মকে ক্ষতিগ্রস্ত করে।
তারা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন।
ডিএম /সীমা