34131

07/08/2025 পিএসজির সবচেয়ে বড় হুমকি এমবাপ্পে

পিএসজির সবচেয়ে বড় হুমকি এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

৮ জুলাই ২০২৫ ১০:৪১

ক্লাব বিশ্বকাপের শিরোপা লড়াই শেষ ধাপে এসে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে ৩২ দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্ট অনেক চমক ও নাটকীয়তার জন্ম দিয়ে এখন নেমে এসেছে চার দল। বাকি মোটে তিন ম্যাচ।

ইউরোপের তিন পরাশক্তি পিএসজি, রিয়াল মাদ্রিদ ও চেলসির সঙ্গে সেমিফাইনালে এসেছে ব্রাজিলীয় চমক ফ্লুমিনেন্স। এবার ফাইনালে ওঠার লড়াই। বাংলাদেশ সময় আজ রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও ফ্লুমিনেন্স।

আগামীকাল একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে দেখা হবে চ্যাম্পিয়ন্স লিগের গত দুই আসরের দুই চ্যাম্পিয়ন পিএসজি ও রিয়াল মাদ্রিদের। ১৩ জুলাই ফাইনাল।

সেমিফাইনাল হয়ে উঠেছে পুনর্মিলনের মঞ্চ। গত বছর পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এই প্রথম সাবেক ক্লাবের মুখোমুখি হবেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রিয়ালে নিজের অভিষেক মৌসুমে এখনো বড় কোনো শিরোপা জিততে না পারলেও করেছেন সর্বোচ্চ ৪৪ গোল। যার শেষটি কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বদলি হিসাবে নেমে। ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে প্রথম গোলটি করেন দলের নতুন হিরো গঞ্জালো গার্সিয়া।

পাঁচ ম্যাচে গার্সিয়া চার গোল ও একটি অ্যাসিস্ট করলেও পিএসজির জন্য সবচেয়ে বড় হুমকি মনে করা হচ্ছে এমবাপ্পেকে। তবে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে সেমিতে ওঠা পিএসজি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

এদিকে ফ্লুমিনেন্স অধিনায়ক থিয়াগো সিলভা গত বছর চেলসি থেকে ব্রাজিলীয় ক্লাবটিতে যোগ দেন। চেলসির বন্ধুদের সঙ্গে দেখা করতে তর সইছে না ৪০ বছর বয়সি এই ব্রাজিলীয় ডিফেন্ডারের। চেলসির ব্রাজিলীয় ফরোয়ার্ড জোয়াওপেদ্রো আবার একসময় ফ্লুমিনেন্সে খেলতেন। পুনর্মিলনির মঞ্চ বটে!

সেমিফাইনালের সূচি

চেলসি ও ফ্লুমিনেন্স
৮ জুলাই, রাত ১টা

পিএসজি ও রিয়াল মাদ্রিদ
৯ জুলাই, রাত ১টা

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]