34188

07/09/2025 টানা বৃষ্টিতে ডুবে গেছে মাছের ঘের-পোল্ট্রি খামার, বিপাকে খামারিরা

টানা বৃষ্টিতে ডুবে গেছে মাছের ঘের-পোল্ট্রি খামার, বিপাকে খামারিরা

জেলা সংবাদদাতা,নোয়াখালী

৯ জুলাই ২০২৫ ১০:৩৫

টানা বৃষ্টিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় মাছের ঘের ও পোল্ট্রি খামার ডুবে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। বিশেষ করে সুবর্ণচর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সেনবাগ, বেগমগঞ্জ ও সদর উপজেলার নিচু এলাকা এবং চরাঞ্চলে এমন পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।

স্থানীয়রা জানান, কয়েক দিনের ভারী বৃষ্টিতে খামারগুলোর চারপাশের বাঁধ ভেঙে গেছে। পানিতে তলিয়ে গেছে মাছের ঘের, বেরিয়ে গেছে চাষের মাছ। একইভাবে, অনেক পোল্ট্রি খামারে পানি উঠে মুরগি মারা গেছে কিংবা রোগাক্রান্ত হয়ে পড়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে সরেজমিনে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভুইয়া পুকুর পাড়ের ‘বিসমিল্লাহ ফিশ অ্যান্ড পোল্ট্রি’ ঘুরে দেখা যায়, উদ্যোক্তা মো. রাসেল ও আহসান উল্লাহর মাছের ঘের ও মুরগির খামার ভেসে গেছে।

উদ্যোক্তা মো. রাসেল বলেন, আমার ১৩০০ মুরগির শেড ডুবে গেছে। মুরগিগুলো পানিতে ভাসছে। প্রায় ১ কেজি আকারে মুরগিগুলো প্রতিনিয়ত মারা যাচ্ছে। অন্যদিকে ঘের ভেসে গিয়ে অন্তত ৪-৫ লাখ টাকার মাছ চলে গেছে। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন এখন মনের ভেতর হাহাকার করছে।

পোল্ট্রি খামারি আহসান উল্লাহ বলেন, খামারে পানি ঢুকে গেলে মুরগির খাবার ও থাকার পরিবেশ নষ্ট হয়ে যায়। ফলে অনেকেই মুরগি বিক্রি করতে বেকায়দায় পড়েন, এতে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

কোম্পানীগঞ্জের খামারি আমির হোসেন বলেন, ৩ বিঘা জমিতে মাছের চাষ করছিলাম। গতকাল রাতেই ঘেরের সব মাছ পানির স্রোতে বেরিয়ে গেছে। এখন নিঃস্ব হয়ে গেছি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, বিভিন্ন উপজেলা থেকে মাছের ঘের ও পোল্ট্রি খামার ভেসে যাওয়ার খবর পাচ্ছি। তবে বিস্তারিত তথ্য আমাদের কাছে এখনো আসেনি। যদি পানির উচ্চতা বেড়ে যায়, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]