34218

07/10/2025 টি-টোয়েন্টি সিরিজের আগে দুশ্চিন্তায় শ্রীলংকা

টি-টোয়েন্টি সিরিজের আগে দুশ্চিন্তায় শ্রীলংকা

ক্রীড়া ডেস্ক

৯ জুলাই ২০২৫ ১৭:২৮

বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক শ্রীলংকা। সিরিজ জয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লংকান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি ওয়ানডের সিরিজে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেছেন তিনি।

ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করা এই তারকাকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাচ্ছে না শ্রীলংকা।

চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৭ বছর বয়সী এই বোলার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। তাকে হারিয়ে দুশ্চিন্তায় পড়েছে লংকান ক্রিকেট বোর্ড।

হাসারাঙ্গার বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করেনি লংকান ক্রিকেট বোর্ড। চারিত আসালঙ্কাকে অধিনায়ক করেই আগেই ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল।

১০ জুলাই পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ১৩ জুলাই ডাম্বুলায়, তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

শ্রীলংকা: চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো ও ঈশান মালিঙ্গা।

ডিএস /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]