34558

07/18/2025 দুই লাখ কোটি ইউরোর বাজেট পেশ করল ইইউ

দুই লাখ কোটি ইউরোর বাজেট পেশ করল ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই ২০২৫ ১১:২৭

২০২৮ থেকে ২০৩৪-এর জন্য দুই লাখ কোটি ইউরো বা ১৯ লাখ ৯৭ হাজার ২২০ কোটি টাকার বাজেট পেশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (১৭ জুলাই) ডয়চে ভেলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ইইউ-র নির্বাহী শাখা, ইউরোপীয় কমিশন বুধবার এই বাজেট পেশ করে। বর্তমান বাজেট এক লাখ ২০ হাজার কোটি ইউরোর থেকে অনেকটাই বাড়ানো হয়েছে।

অভিবাসন, ডিজিটাল নিয়ন্ত্রণ, বিদেশি প্রতিযোগিতা এবং রাশিয়ার আগ্রাসনসহ একাধিক চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতেই এই ব্যয় বৃদ্ধি বলে জানানো হয়েছে।

ব্লুস্কাই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডর লাইয়েন লিখেছেন, এটি নতুন যুগের বাজেট যা ইউরোপের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ, ইউরোপের চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করতে সক্ষম এবং আমাদের স্বাধীনতাকে শক্তিশালী করবে।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]