34582

07/18/2025 ‘বাস্তবতার’ কাছে মাথা নত করলেন সিরিয়ার আল-শারা

‘বাস্তবতার’ কাছে মাথা নত করলেন সিরিয়ার আল-শারা

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই ২০২৫ ১৫:৫৯

বিশ্বব্যাপী কৌশলগত উপদেষ্টা এবং ভূ-রাজনৈতিক ঝুঁকি বিশেষজ্ঞ মার্কো ভিসেনজিনো বলেছেন, সিরিয়ার নেতা আহমেদ আল-শারা সুওয়াইদা অঞ্চল থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে 'বাস্তবতার' কাছে মাথা নত করেছেন। কারণ ইসরায়েলি আক্রমণের প্রেক্ষাপটে তিনি সেখানে সেনা রাখার অবস্থানে নেই।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভিসেনজিনো আল জাজিরাকে বলেন, (আল-শারার) প্রধান চ্যালেঞ্জ হলো দেশে শৃঙ্খলা বজায় রাখা এবং ক্ষমতা কেন্দ্রীভূত করা এবং সেখানে নতুন সিরিয়ায় সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করা।

তিনি বলেন, 'তাই আমি মনে করি, বাস্তবিকভাবে বলতে গেলে, তিনি বুঝতে পারছেন যে, তিনি যা করতে পারেন তাতে তার সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু একদিকে তিনি দেশে বিশ্বাসযোগ্যতা হারানোর ঝুঁকিতে আছেন - বিশেষ করে তার রাজনৈতিক ভিত্তির সঙ্গে। কিন্তু অন্যদিকে, যদি (ইসরায়েলি) বোমা হামলা অব্যাহত রাখার হুমকি থাকে, তবে তিনি সেখানে উপস্থিতি ধরে রাখতে পারবেন না।'

সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলে (যেখানে ড্রুজ এবং আল-শারার বাহিনীর মধ্যে লড়াই চলছে) - সেখান থেকে সরকারি বাহিনী প্রত্যাহার না করা হলে হামলা বৃদ্ধির হুমকি দেয় ইসরায়েলি বাহিনী।

হুমকির কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েল বুধবার (১৬ জুলাই) দামেস্কের কেন্দ্রস্থলে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরে কয়েক দফা বোমা হামলা চালায়। সেই সঙ্গে দামেস্কে অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা চালানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলার পাশাপাশি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুওয়াইদায়ও সিরিয়ার বাহিনীর ওপরে হামলা চালিয়ে যায় ইসরায়েলি বাহিনী।

এই প্রেক্ষাপটে আল-শারার নির্দেশে আজ সুওয়াইদা থেকে সরকারি বাহিনীকে চলে যেতে দেখা গেছে। আল জাজিরা জানিয়েছে, সেখানে নিরাপত্তার দায়িত্ব অঞ্চলের জনগণের ওপর হস্তান্তর করা হবে, যেখানে দ্রুজ জনগোষ্ঠী বাস করে।

সম্প্রতি বাশার আল-আসাদকে হটিয়ে ক্ষমতায় আসা আল-শারা শুরু থেকেই বলে আসছেন, তারা ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ চায় না। বাশারের সরকারের পতনের দিন থেকেই ইসরায়েল ইতোমধ্যেই সিরিয়ার সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]