লঙ্কা সফর শেষে এবার ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। রোববার (২০ জুলাই) সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দু'দল। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। একই মাঠে পরের ম্যাচ দুটি হবে ২২ ও ২৪ জুলাই।
অনলাইনে টিকিট কেটে মাঠে বসেই উপভোগ করা যাবে সিরিজের ম্যাচগুলো। পূর্ব গ্যালারিতে সর্বনিম্ন ৩০০ এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে এই ম্যাচগুলোর টিকিট।
তবে যারা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না, তারা ঘরে বসে টেলিভিশনের পর্দায় এবং মুঠোফোনের অ্যাপসেও উপভোগ করতে পারবেন বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার এই লড়াই।
কোথায় দেখবেন
বাংলাদেশের দুটি টেলিভিশন চ্যানেল সরসারি সম্প্রচার করবে বাংলাদেশ–পাকিস্তান সিরিজ। টি–স্পোর্টস ও নাগরিক টিভিতে সরসারি দেখানো হবে এই ম্যাচগুলো। এ ছাড়া লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টি–স্পোর্টস ও ট্যাপম্যাড অ্যাপ থেকেও দেখা যাবে দুই দলের এই লড়াই।
এছাড়া ম্যাচের সবশেষ আপডেট পেতে চোখ রাখতে পারেন দৈনিক ইত্তেফাক ওয়েবসাইটে। পাকিস্তানি টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে এ স্পোর্টস এবং টেন স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে এই ম্যাচ। একই সঙ্গে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘তামাশা’তেও দেখা যাবে ম্যাচগুলো।
এশিয়ার বাইরে উত্তর আমেরিকায় অবস্থানকারী দর্শক উইলো টিভি, আফ্রিকায় সুপারস্পোর্ট এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ক্রিকবাজের মাধ্যমে খেলা দেখা যাবে।
ডিএম /সীমা