34719

07/21/2025 দ্বিতীয় এনআইডি বহাল রাখতে লাগবে বিশেষ কমিটির সুপারিশ

দ্বিতীয় এনআইডি বহাল রাখতে লাগবে বিশেষ কমিটির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই ২০২৫ ১৮:২০

দেশের কোনো নাগরিক দুইবার ভোটার হয়ে থাকলে প্রথমটি বাতিল করে দ্বিতীয়টি বহাল রাখতে চাইলে সংশ্লিষ্ট কমিটির সুপারিশ বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সুপারিশ পেলেও কারিগরি অধিশাখার মতামত নিয়ে সিদ্ধান্ত দেবে সংস্থাটি।

রোববার (২০ জুলাই) মাঠ পর্যায়ে এমন নির্দেশনা পাঠিয়েছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো ভোটারের দ্বিতীয় অন্তর্ভুক্তি বহাল রাখার ক্ষেত্রে মাঠপর্যায়ে বিদ্যমান এতদসংক্রান্ত কমিটির সুপারিশ আবশ্যক। এ বিষয়ে মাঠ পর্যায়ে বিদ্যমান কমিটি থেকে সংশ্লিষ্ট ভোটারের দ্বিতীয় অন্তর্ভুক্তি বহাল রাখার বিষয়ে সুপারিশ প্রণয়নপূর্বক মহাপরিচালককে পাঠাতে হবে। এরপর কারিগরি অধিশাখার মতামত গ্রহণপূর্বক নির্বাচন কমিশনের অনুমোদনের জন্য নথি উপস্থাপন করা হবে। কমিশন অনুমোদন নিয়ে বিষয়টি নিষ্পত্তি করবে।

অন্যদিকে কোনো ব্যক্তির একাধিক এনআইডি থাকলে (‘ডিলিটেড’ বা সচল যে স্ট্যাটাসেই থাকুন না কেন), তার প্রথম এনআইডি বহাল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কমিটির কোনো সুপারিশ প্রয়োজন নেই। এক্ষেত্রে শুধু এনআইডি নম্বর সম্বলিত তালিকা পাঠালেই হবে।

দ্বৈত এন্ট্রির ক্ষেত্রে দ্বিতীয় আবেদনটি বহাল রাখার ক্ষেত্রে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত চার পর্যায়ে কমিটিগুলো যাচাই-বাছাই করে সুপারিশ দেবে।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]