34739

07/23/2025 আফগান অভিবাসীদের দেশ ছাড়ার সময়সীমা বাড়াল ইরান

আফগান অভিবাসীদের দেশ ছাড়ার সময়সীমা বাড়াল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই ২০২৫ ১২:১৪

ইরান আফগান অভিবাসীদের দেশ ছাড়ার সময়সীমা সোলার ক্যালেন্ডার অনুযায়ী সানবুলা মাসের ১৫ তারিখ পর্যন্ত বাড়িয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে ইরান ছাড়বে না, তাদের অবৈধ অবস্থানের জন্য জরিমানা গুনতে হবে।

সানবুলা মাস বলতে ইরান ও আফগানিস্তানে ব্যবহৃত সোলার হিজরি (সূর্য-নির্ভর) ক্যালেন্ডারের একটি মাস বোঝায়। এটি সাধারণত আগস্ট-সেপ্টেম্বর সময়ে পড়ে।

রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টোলো নিউজ।

রেজাভি খোরাসান প্রদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস প্রধান আহমাদ মাসুমি-ফার বলেছেন, পর্যাপ্ত অবকাঠামোর অভাব এবং চলমান তাপপ্রবাহের কারণে অবৈধ অভিবাসীদের চলে যাওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এরপরও যারা থেকে যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিবাসী অধিকারকর্মী মোহাম্মদ জামাল মুসলিম বলেন, অভিবাসীদের ফেরত পাঠানো এবং বিভিন্ন এলাকায় স্থানচ্যুত করার প্রক্রিয়া চলতে থাকলেও, ধাপে ধাপে অভিবাসীরা দেশে ফিরছে এবং এ প্রক্রিয়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।

এদিকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রতিবেশী দেশগুলোকে জোরপূর্বক অভিবাসী ফেরত পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি দেশি-বিদেশি প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং আফগান নাগরিকদেরও ফেরত আসা অভিবাসীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

মুত্তাকি বলেন, আফগান অভিবাসীদের ধাপে ধাপে এবং মর্যাদার সঙ্গে দেশে ফিরতে হবে, এবং এ প্রক্রিয়ায় উভয় দেশের দেওয়া সুযোগ-সুবিধার সমন্বয় থাকা দরকার। তিনি অভিবাসীদের সহায়তায় এগিয়ে আসা ব্যক্তি এবং সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহায়তা অব্যাহত ও আরও জোরদার করা প্রয়োজন।

এমন সময় এই ঘোষণা এলো যখন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার আফগানিস্তান সফর করে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন এবং ফেরত আসা অভিবাসীদের চ্যালেঞ্জ মোকাবিলার সমাধান নিয়ে আলোচনা করেন।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]