34757

07/23/2025 বিমান বিধ্বস্ত: পাইলটসহ ৫ জনকে নেওয়া হয়েছে সিএমএইচে

বিমান বিধ্বস্ত: পাইলটসহ ৫ জনকে নেওয়া হয়েছে সিএমএইচে

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই ২০২৫ ১৬:০৮

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের পাইলটসহ ৫ জনকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।

সোমবার (২১ জুলাই) আন্তঃবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়। এদিকে দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক ছাত্র মারা গেছেন বলে দাবি করেছেন মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি জানান, কলেজ এরিয়ার মাঝে বিমানটি পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। এতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন।এছাড়া অনেক হতাহত হয়েছেন বলেও জানিয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]