34869

07/24/2025 ইস্তাম্বুলে তৃতীয় দফা আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন

ইস্তাম্বুলে তৃতীয় দফা আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই ২০২৫ ১৭:২১

দুই দফা আলোচনার পর তুরস্কের ইস্তাম্বুলে বুধবার (২৩ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় তৃতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন। ইতোমধ্যে দুই দেশের প্রতিনিধিরা সেখানে রওনা হওয়ার কথা জানিয়েছেন।

টিআরটি ও অন্যান্য স্থানীয় টিভি চ্যানেলসহ সংবাদ সংস্থাগুলো একই সময়সূচীর কথা জানাচ্ছে। তবে বৈঠকের সময় নিয়ে এখনো কোনো দেশ আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

বসফরাস প্রণালীর তীরে অবস্থিত সিরাগান প্রাসাদে এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মস্কো এবং কিয়েভের মধ্যে সরাসরি আলোচনার প্রথম দুই দফা ১৬ মে এবং ২ জুন ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়।

ভ্লাদিমির জেলেনস্কির অফিসের একটি সূত্রের বরাত দিয়ে ইউক্রেনের হ্রোমাদস্কে সংবাদমাধ্যম জানিয়েছে, কিয়েভের প্রতিনিধিদল মস্কোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য ইতোমধ্যে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইউক্রেনীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ১৪ জন সদস্য থাকবেন। এর নেতৃত্বে থাকবেন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ।

এর আগে একটি সূত্র তাসকে জানিয়েছে, রাশিয়ান প্রতিনিধিদলও মস্কো থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছে। আলোচনায় অংশগ্রহণকারী রাশিয়ান প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট পুতিনের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]