34913

07/27/2025 হঠাৎ কেন সুশান্তের মতো পরিণতির আশঙ্কা করছেন তনশ্রী দত্ত?

হঠাৎ কেন সুশান্তের মতো পরিণতির আশঙ্কা করছেন তনশ্রী দত্ত?

বিনোদন ডেস্ক

২৪ জুলাই ২০২৫ ১৪:৩৮

বলিউডের 'সিরিয়াল কিসার'খ্যাত অভিনেতা ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় অভিনয় করে ঝড় তুলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্ত। সেই সিনেমায় খোলামেলা চরিত্রে অভিনয় করে তরুণ হৃদয়ে দাগ কেটেছিলেন। একসময় যার রূপ ও অভিনয়ে মুগ্ধ হয়েছিল তরুণ প্রজন্ম, সেই তনুশ্রী দত্ত আজ অনেকটাই আড়ালে। মন দিয়েছেন আধ্যাত্মিকতায়। ব্যক্তিগত জীবনে এখনো তিনি অবিবাহিত। বিষয়টি ঘিরে কৌতূহল অনেকের।

অভিনেত্রী একসময় বিদেশে চলে গিয়েছিলেন। বছর তিনেক হয়েছে দেশে ফিরেছেন। এবার নাকি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো পরিণতি হওয়ার আশঙ্কা প্রকাশ করে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তনুশ্রী দত্ত।

গত মঙ্গলবার (২২ জুলাই) রাতে আচমকা সামাজিক মাধ্যমে ভেজা চোখে একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে কাঁদতে কাঁদতে অভিনেত্রী জানান, গত ৪-৫ বছর ধরে লাগাতার হেনস্তার শিকার হচ্ছেন তিনি। তাও নিজের বাড়িতেই। পরিচারিকা নিয়োগ করতেও সাহস পাচ্ছেন না। কারণ পরিচারিকার বেশ ধরে এসে ক্ষতি করার চেষ্টা করছেন অনেকেই। পুলিশকে খবর দিলে তারা লিখিত অভিযোগ জানাতে বলেছেন।

চাঞ্চল্যকর তথ্য জানিয়ে তনুশ্রী বলেন, আমার পরিণতি সুশান্তের মতোই হবে। আমার বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র করছে বলিউডের মাফিয়া গ্যাং।

২০০৫ সালে তনুশ্রী অভিনীত ‘আশিক বানায়া আপনে’ ঝড় তুলেছিল। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে বলিউড থেকে দূরে সরে যান তিনি। ২০১৮ সালে অভিনেত্রী আবার শিরোনামে উঠে আসেন। সেই সময়ে তিনি অভিযোগ করেন, নানা পাটেকার তাকে ‘হর্ন ওকে’ সিনেমার সময়ে যৌন হেনস্তা করেছিলেন। সেই সময়ে বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তবে সে মামলায় ২০১৯ সালে অব্যাহতি পান নানা পাটেকার। এরপর থেকেই পর্দার আড়ালে চলে যান তনুশ্রী।

এবার তিনি নাকি আশঙ্কা করছেন সুশান্ত সিং রাজপুতের মতো পরিণতি হবে তার। সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর বিস্তর জলঘোলা হয়েছে। তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, সম্প্রতি সিবিআই অভিনেতার মৃত্যুতে কোনো অস্বাভাবিকতা খুঁজে পায়নি বলেই জানিয়েছেন। এবার বলিউডের ‘মাফিয়া গ্যাং’-এর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন তনুশ্রী। কিন্তু কারা এ দলের সদস্য, তা উল্লেখ করেননি অভিনেত্রী।

তিনি বলেন, আমি ভয়ে ভয়ে আছি সুশান্তের মতো পরিণতি না হয়! আমি সরকারের কাছে সুরক্ষার আবেদন জানাচ্ছি। এই মাফিয়াদের সঙ্গে পেরে উঠব না। এরা ভয়ঙ্কর। পুলিশ যেন এ ঘটনাকে আমার আগের অভিযোগের সঙ্গে গুলিয়ে না ফেলে। যত দ্রুত সম্ভব তদন্ত শুরু করে অনুরোধ জানাই।

উল্লেখ্য, তনুশ্রী দত্তের জন্ম ঝাড়খণ্ডের জমশেদপুরে একটি বাঙালি হিন্দু পরিবারে। তিনি পড়াশোনা করেছেন ডিবিএমএস ইংলিশ স্কুলে এবং পরে ভর্তি হন সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে মডেলিংয়ের প্রতি আগ্রহ জন্মায় তার। এরপরে রুপালি পর্দায় অভিষেক হয় তার।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]