34943

07/26/2025 এনআইডির সার্ভারে আপডেট হয়নি বায়োমেট্রিক, ভোগান্তিতে ভোটাররা

এনআইডির সার্ভারে আপডেট হয়নি বায়োমেট্রিক, ভোগান্তিতে ভোটাররা

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই ২০২৫ ১৯:১৮

বিভিন্ন উপজেলায় স্মার্টকার্ড বিতরণ করা হলেও সংশ্লিষ্ট ভোটারদের বায়োমেট্রিক ডাটা সার্ভারে আপডেট হয়নি। এর ফলে নানান ভোগান্তির শিকার হচ্ছেন ভোটাররা।

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) মাসিক সমন্বয় সভায় এই বিষয়টি তুলে ধরেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, মাঠপর্যায়ে স্মার্টকার্ড বিতরণ করা হলেও অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারদের বায়োমেট্রিক ডাটা সার্ভারে আপডেট হয়নি। ফলে ভোটাররা ভোগান্তির শিকার হচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে এসব ভোটারদের ডাটা আপডেট করার কার্যক্রম তরান্বিত করার বিষয়ে নির্দেশনা দেয় ইসি।

প্রসঙ্গত, সবশেষে হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যার মধ্যে স্মার্টকার্ড পেয়েছেন ৬ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন। আর এখনো এ সেবার বাইরে রয়েছেন ৫ কোটি ২৭ লাখ ৮১১ জন।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]