35026

07/29/2025 অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা, সচল ঢাকা-পাবনা মহাসড়ক

অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা, সচল ঢাকা-পাবনা মহাসড়ক

জেলা সংবাদদাতা, সিরাজগঞ্জ

২৭ জুলাই ২০২৫ ১২:২৮

পরিবেশ উপদেষ্টার পদত্যাগ ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদনের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা দেড় ঘণ্টা পর বেলা ১১টা ৩০ মিনিটে সড়ক অবরোধ তুলে নিয়েছেন।

অবরোধ তুলে নেওয়ার আগে শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামীকাল সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে সড়ক অবরোধ করে প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হবে। এ সময় কোনো ধরনের যানবাহন চলতে দেওয়া হবে না। এই কর্মসূচির ফলে ঢাকা ও পাবনাগামী রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. জাহিদুল বলেন, বিভিন্ন দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। এখন ঢাকা-পাবনা মহাসড়ক সচল রয়েছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার (২৬ জুলাই) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কট করে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেন। এছাড়া ২৫ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের চলমান নিয়োগ পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি দেয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]