35091

07/28/2025 ‘সৌম্য যেদিন ভালো খেলে দলের চেহারাই বদলে দেয়’

‘সৌম্য যেদিন ভালো খেলে দলের চেহারাই বদলে দেয়’

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই ২০২৫ ১১:১৫

সম্প্রতি গণমাধ্যমকে নাঈম শেখের ব্যাটিং মনোভাব নিয়ে আকরাম বলেন, ‘নাইম একজন ভালো খেলোয়াড়। টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ। সেখানে টেকনিকের থেকে অ্যাপ্রোচ বেশি গুরুত্বপূর্ণ। যেমন, শেষ ম্যাচে পাকিস্তান ১৭৮ করেছিল, তখন আমাদের প্রথম ছয় ওভারে কমপক্ষে ৬০ এর কাছাকাছি যাওয়া উচিত ছিল।’

নাইম শেখের অ্যাপ্রোচ নিয়ে বরাবরই প্রশ্ন ছিল

প্রথম ছয় ওভার ইতিবাচক ব্যাটিং না হলে প্রতিপক্ষ বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দাবি আকরামের, ‘অবশ্যই ব্যাটারদের দমন করে খেলতে হবে, না হলে বোলাররা চড়ে বসবে। নাইমের এই জায়গায় ভালো করতে হবে। নাইম শেখ ভালো খেলোয়াড়, ঘরোয়া ক্রিকেটেও অনেক ভালো করেছে। কিন্তু ওর অ্যাপ্রোচটা যদি বদলায় তাহলে হয়তো ও আরো ভালো করতে পারবে।’

পরে সৌম্য সরকারকে নিয়ে আকরাম বলেন, ‘সৌম্যও খুব ভালো খেলোয়াড়। সৌম্য অনেকটা লিটনের মতো খেলোয়াড়। যেদিন সে ভালো খেলে সেদিন অনেক ভালো খেলে। ও হয়তো শুরুতেই আউট হয়ে যায়, কিন্তু যেদিন ভালো খেলে সেদিন দলের চেহারাই বদলে দেয়।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]